গুরু ভব বন্ধন,
মোচন কারণ,
জগৎ জীবন,
সৎ গুরু ওম।


বিসদৃশ পৃথিবীতে,
পীযুষ লইয়া হাতে,
উদিলে প্রভাতে,
সৎ গুরু ওম।


মায়ারূপী অজ্ঞান,
কাম, ধন, যশ, মান,
করে তোলো সজ্ঞান,
সৎ গুরু ওম।


জীবে প্রেম করা ছলে,
ইশের চরণতলে,
ভালোবাসা বিলাইলে,
সৎ গুরু ওম।


সবজীবে শিবজ্ঞানে,
পূজিলে সসম্মানে,
বেদনা নিরসনে,
সৎ গুরু ওম।


নিজেরে চিনাও নিজে,
নাম মন্ত্র বীজে,
কি ভীষণ শক্তি যে,
সৎ গুরু ওম।


লইয়া সবা মন,
করিয়া কি যতন,
গড়িলে রতন-ধন,
সৎ গুরু ওম।


ঈশ্বর খুঁজে হায়,
পথ ভুলিয়া যায়,
তোমা মাঝে দেখি তায়,
সৎ গুরু ওম।


গাহিয়া মধুর গান,
ভোরে তোলো মন-প্রাণ,
বুঝাও জ্ঞানই গান,
সৎ গুরু ওম।


বুঝালে সত্য কি,
দেখালে কর্ম কি,
শিখালে প্রেম কি,
সৎ গুরু ওম।


তুমি হে মোর প্রভু,
ছাড়িও না মোরে কভু,
এ মোর বাসনা শুধু ,
সৎ গুরু ওম।


এই ভব সংসারে,
ঠাঁই লব সবা-পরে,
সদা পূজিব তোমারে,
সৎ গুরু ওম।।