ওঠ মা, ওঠ মা, জাগ মা শ্যামা,
দুনয়ন জলে ভাসিয়া যায় -
কোলে নিয়ে মাগো এ অশ্রুজল
তুই ছাড়া আর কে মোছায়।


তোরে না হেরিলে এ বুকের জ্বালা
বলে দে মা কোথা জুড়ায়,
তুই নাই যদি ধরা দিবি মা,
এ অনাথ শুধু কাঁদিয়া যায়।


মন্ত্র-তন্ত্র জানিনা মাগো -
পূজা পাঠ আমি গেছি ভুলে,
তোরে ধরে শুধু বুকের মাঝারে
অঝোরে কাঁদিতে পরান চায়।


জানি মা জানি গো এ তোর খেলা
সাঙ্গ এবার হবে নিশ্চয়,
আকুল হইয়া বাড়ায়ে দুহাত -
দূর করে দিবি পাগলের ভয়,
তখন কিন্তু শত গালেতেও
ছাড়িব না তোর রাঙা পদদ্বয়।