ধন বলে কারে,
জানলি না রে মন,
হীরে ফেলে কাঁচের তরে
ঘুরে মরিস সর্বক্ষণ।


পুঁটুলিতে বাঁধা আছে,
ভয় হয় কেউ এলেই কাছে,
যদি সে ধন হারায় পাছে,
উদ্বেগে রও প্রতিক্ষণ।


সে ধনে তোর হোলোটা কি?
সুখ-শান্তি আছে নাকি?
চাহিদাটা উস্কে দিয়ে
জ্বলে মরো অনুক্ষণ।


ধনের মত আছে যে ধন,
সাত রাজার ধন মানিক রতন,
অহংটাকে সাবাড় করে
নিত্যানন্দে রয় মগন।


সেই ধনের লাগি মরে ঘুরে
কালিচরণ সবার ভিড়ে,
বক্ষে লয়ে গুরুচরণ
লভিবে সেই পরমধন।।