এবার শমন এলে বলবো আমি
তোর আসামী নইকো আমি,
সে যে ঐ ন্যাংটা কালী করালিনী,
ক্ষণিক দাঁড়া তারে ধরে আনি।
আমার পাপ-পুণ্য হিসাব করে
সবই তাকে দিসি গুনি।


আমার সাক্ষী ভোলানাথ,
মাকে ধরে বুকের ওপর
খাচ্ছে মায়ের লাথ।
তাইতো গাঁজার কল্কে সরিয়ে রেখে
মোরে দিল জবানি।


আমি যে মুক্ত পুরুষ হই,
বিষয়-আশয়, মোহ-মায়ায়
বদ্ধ আমি নই।


কালিচরণ বলে, মায়ের কৃপায়
এবার মা হল মোর আসামী।।