"হাল-বলদ লইয়া চাষী,
ফসল ফলায় যতনে;
তোমারে পূজিয়া দয়াল -
কি উগিবে মনে?"


শুনিয়া দয়াল হাসিয়া কহেন,
"শুন দিয়া মন -
সাধন-ভজনের যে কি গুণ,
করি বরণন।
কোথা হইতে আইলা ভবে,
কোথা যাইবা পরে,
কি কর্মের লাগি হেথা
মনুষ্য জনম ধরে।
এসকল প্রশ্ন যদি
জিজ্ঞাসি তোমায়,
আমারই কৃপাবলে তার
উত্তর জন্মায়।
সেকারণে আমার পূজন
করে পুণ্যজনে,
যাহার সময় বাকি আছে,
কটাক্ষ করে তাহার পানে।
আমারই এ দেহ হইতে,
আসিয়াছ জনম লইতে,
সাঙ্গ করি ভবের খেলা,
পুণঃ প্রবেশিবে সেই কূলেতে।
কর্ম শুধু আমার স্মরণ,
আর জীবন ধারণ,
তাহা হইতেই ঘটে মুক্তি,
কর্মফলের ছেদন।"


কালিচরণ বলে,
"এ কথাটাই ভুলেছিলাম বলে,
আজ আমার এত বিপদ -
এ পোড়াকপালে।
কৃপা করে দাও হে প্রভু,
তোমা চরণতল,
সেথা মোর জীবন-মরণ
ভজন-পূজন স্থল।
জীবন গেলে সেই স্থলেতে
যেতে যেন পাই,
এই মোর অন্তিম বাসনা -
শুন দয়াল ভাই" ।।