বাঁচবো আমি নতুন করে
আপন বীণার সুরে,
সফল করে তুলবো জীবন
বিশ্ব-ভুবন ভরে।


সেথা নাইরে কোনো বাধা
মন-বুদ্ধির ধাঁধা,
ছিন্ন করে ফেলে সকল
পাড়ি দিব দূরে।


যেথা কদম গাছের তলে
কৃষ্ণ বাজায় বাঁশি,
গোপিনীগণ সবে  
ভুলে গেছে হাসি;
একমনা হয়ে রইবো চেয়ে
মিশবো তাদের ভিড়ে।।