গুরুর কথা ভাবলে কেন
মনটা যে হয় খালি,
উদাস মনে শূন্য দৃষ্টি
চোখের কোণে কালি।


নাইরে চাওয়া নাইরে পাওয়া
একই সাথে চলা,
নাইরে কোনো কথা তবু
কেন যে কথা বলা!


মন বোঝেনা বেদনা তার
কোথায় লুকিয়ে রয়,
নীরব, গভীর, গোপন সে যে
ভালোলাগাময়।


কি যে চাই কি যে পাই
পারিনা আর ভাবতে,
সব ভাবনা সাঙ্গ করে
ভাসিয়ে নাও তোমাতে।


বিনা কারণে অশ্রু ঝরে
মন লুপ্ত হয়,
কালিচরণের অক্ষমতা
ক্ষম দয়াময়।।