চাওয়া-পাওয়ার উজান স্রোতে
ভাসবি রে মন কত,
সে যে অকুল পানে কিসের টানে
চলছে অবিরত।


ছয়টি দাঁড়ি পাল্লা ভারী
আষ্টেপিষ্টে বাঁধল দড়ি,
প্রাণ যে আমার হাঁফিয়ে মরে
বলবো কারে কত!


আমার কান্না তাহার বুকে
বাজল কত নিবিড় দুখে,
তিমির রাতে প্রদীপ হাতে
হইল উপগত।


সে আলোতে কাটলো নিশা
মনে জাগলো নতুন দিশা,
ছয়জনারে করলে নিধন -
নিষ্ঠুর পদাহত।


প্রিয়তমের হাতটি ধরে,
কালীচরণ যাচ্ছে ঘরে,
মনটা তার সাফা হল -
নীল আকাশের মত।।