হায়! একি ভাই সময় এল!
যুগের যাঁতাকলে পিষে -
মানুষ কি আজ মেশিন হল!


শান্ত স্বভাব নেইকো কাহার,
দু-দণ্ড বসলে চুপটি করে -
বুক ধড়ফর করে সবার।
মনে ভাবে, মোর কত কাজ -
মিছামিছি মাটি হল!


লক্ষ্য কি তার নাইকো হিসাব
কি শুনিব, কি বুঝিব -
সবই জানি এমন স্বভাব।
চাওয়া-পাওয়ার দোটানাতে
দৌড়ে শুধু হাঁফিয়ে মোলো।


কালীচরণ নয়, কয় ইতিহাস -
এ জগতের সব মনীষী
যাদের পূজো অহর্নিশি,
তাদের পানে যদি তাকাস -
দেখবি মনঃ সংযম দ্বারাই
তাঁরা চিরস্মরণীয় হোলো।।