বল রে মাগো বল,
তোর এই দাসের তরে করিসনে আর ছল।


কি হবে আর এই জীবনে
যদি এমনি কাটে তোর বিহনে
দেখা যদি নাই দিবি তবে কেন পাঠালি বল?


কি লাভ এই চক্ষু নিয়ে,
যদি না তা পড়ে গিয়ে
তোর ওদুটি রাঙা পায়ের রক্তজবা ফুলের তরে?


দুটি হাতের কি আর কাজ
যদি না সে ঘুচায়ে লাজ
আকুল হয়ে বাড়ায়ে ধরে স্নেহময়ীর কোলের তরে?
এমনভাবে আর কতদিন করবি মা তুই ছল?
দেখা যদি নাই দিবি তবে কেন পাঠালি বল?


এবারে সব ঘুচায়ে দেব
মিটায়ে দেব সকল আশ,
দিব তোকে প্রাণাহুতি,
সেটাই তো তুই চাস!
সাঙ্গ হবে অভিমান, ভুল বোঝাবুঝির পালা
তোর নিকটে গিয়ে আমি হব রে তোর গলার মালা,
তখন কি আর পারবি রে তুই, ঝেড়ে মোরে ফেলতে বল?
দেখা যদি নাই দিবি তবে কেন পাঠালি বল???