সে এক মজাদার রাস্তা -
শুধু চলা, আর চলা, থামা নেই -
পা সেথা চায় না গো বিশ্রাম,
অসীমের হাতছানি ডাকে ওই।


যত আমি চলি ভাই সেপথে,
খসে খসে পড়ে সব মিথ্যা,
স্বাভাবিক ছন্দ জাগে তার -
সত্য অবিমল হাসিতে।


তুমি নেই, আমি নেই, কেউ নেই,
সব পথ হয়ে যায় নিঃশেষ;
শুধু আলো আর সব নিশ্চুপ,
বলিবার সেকথা ভাষা নেই।


চারিপাশে হাহাকার খুশিতে,
মন তার মাঝে চায় ডুবিতে,
কিসে যেন রাশ ধরে আছে তার -
পথচলা দেয় না গো ভুলিতে।  


আজীবন এই পথে চলবো,
যা যাওয়ার তা ভেসে যাবে গো,
জানিনে তো কি আমি পাবো আজ,
তবু এই পথ নাহি ছাড়িব।


এই পথ ছাড়া কোনো পথ নাই,
সেই কথা বুঝেছি গো মর্মে,
সকলেই এই পথে চলবে -
কালের যাঁতাকলে পিষে ভাই। ।