ট্যাকা ট্যাকা ট্যাকা কইরা
দেখো মনুষ্যেতে মরে,
ট্যাকা খাইয়া পেট ভরবো কি?
শুধাই তোমারে!


ট্যাকার লাগি পৃথগন্ন
সবাই এ সংসারে,
ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি,
মাথা ফাটি মরে।


বৌ সোয়ামির ট্যাকা দেখে
দেখে না রে মনটা,
ছাওয়ালরা সব ট্যাকা চেনে
কি হল এই দেশটা!


কালীচরণ বলে এবার আমি
আমার মারে দিমু ট্যাকা,
কইবো তারে দেখা দে মা,
নয় মারি মুখে ঝ্যাঁটা।।