মানুষ ছেড়ে ঠাকুর খুঁজে
মরলি শুধুই ঘুরে ধরে,
এবার ঠাকুর ছেড়ে মানুষ ধরে
জীবন বাঁধো নতুন সুরে।


মানুষ যেদিন ঠাকুর হবে,
মনে নতুন ছন্দ পাবে,
সেই ছন্দে গা ভাসিয়ে -
ভেসে ভেসে চল দূরে।


রইবে না রে ত্রিতাপ জ্বালা,
সবার সাথে পথ চলা,
চাওয়া-পাওয়া সাঙ্গ করে -
চল না রে মন অচিনপুরে।।