আপনার দোষ আপনি দেখো মন,
তা না করে পরের খুঁতে
সদা হয়ে রও মগন।


পরের সমালোচনা করে
নিজেই জড়াও নিজে,
একটুখানি চিন্তা করলে
বুঝবে বলছি কি যে।


বুঝলে পরে পরকে ছেড়ে
আপনাকে ধরো,
কোনো কাজ করার আগে
নিজেই বিচার করো।


সত্য, মঙ্গল, সুন্দর
বাক্য বলো,
সবাইকে একসাথে নিয়ে
জীবণে এগিয়ে চলো।


ঘুচবে তোমার সকল ভয় -
দ্বিধা, দ্বন্দ্ব, জ্বালা,
প্রেমালোতে মুক্ত পথে
শুরু হবে চলা।।