একে একে দুই ভালো -
একে একে একের চেয়ে,
সকলই শ্যাম আর শ্যামা,
আমি শুধু রই চেয়ে।


আমি যদি সিঁধুই একে,
ভুলে যাবো আপনাকে,
পাবো নাকি পরমব্রহ্ম -
সেকি বড় মায়ের চেয়ে??


তার চেয়ে এই ভালো,
বেটা আর বেটি কালো,
হাঁসবো আর কাঁদবো মোরা -
সুখ এবং দুঃখ পেয়ে।


শেষের বেলা মা বলেছে,
কোলে তুলে লবে কাছে,
(তখন) মার গলা ধরে ব্রহ্মটারে -
কলা দেখাবো মায়ে-পোয়ে।।