মনরে বাঁধা পড়ে আছিস
সাতটি বেড়ি পরে,
গুরুদত্ত মন্ত্র জপে দাও -
শৃঙ্খল-মুক্ত করে।


গুহ্য দেশের তলে বেড়ি -
মূলাধার নাম,
মুক্ত করে জয় করো
কাঞ্চন ও কাম।


তার ওপর স্বাধিষ্ঠান
সুষুন্মার তলে,
চারপাশে কর্তৃত্ব
করো তার ফলে।


নাভিপদ্মের বিপরীতে
মণিপুর বেড়ি,
জয় করে দুহাতে
সবার উপকার করি।


জ্যোতি দেখি অন্ধকারে -
অনাহত পরাজিত,
হৃদয় দেশের পশ্চাতে
এ চক্র অবস্থিত।


কণ্ঠাধারে বিশুদ্ধ,
রচনা, ভাষণে সিদ্ধ,
ঈশ্বর বই কোনো কথা -
মনকে করে বিদ্ধ।


আজ্ঞাচক্র দ্বিদলে,
বিশ্ব সংসার পদতলে,
পরম আনন্দেরই টানে -
মন ঊর্ধ্বে চলে।


আত্ম-দর্শণ ও সমাধি,
মন লুপ্ত নিরবধি,
অবিচ্ছিন্ন ফল্গুধারায় -
আনন্দ সহস্রারে বন্দী।


ব্রহ্মজ্ঞান ও পরমার্থ,
জানি নে তার অর্থ,
মানব মনের উন্নতিকল্পে -
রয় তারা সদাব্যস্ত।


বই পড়ে কালীচরণ,
দেখে দেখে করলো রচন,
দীর্ঘশ্বাস ফেলে বলে,
"কবে জানবে অন্তঃকরণ!"