চিনি খাইয়ে লোভ দেখালি মা,
চিনি করবি বলে,
নিজের স্বরূপ চিনিয়ে দিবি -
ছলে, বলে, কৌশলে।


তখন কি আর পারবো তোরে
এমন ভালোবাসতে?
দেখবো - তুইও যা, আমিও তা,
বিভেদ মনের ভ্রান্তে।


কি জানি, কি হয় মাগো,
বড় ভয় করে,
বল কভুও যাবি নাকো
আমায় একা ছেড়ে।


কালীর বেটা কালীচরণ
কালী হলে পরে,
পাঁচজনে কি বলবে বল তো!
"লাজ নাই এক্কারে।"