বৈশাখে ঝোড়ো হাওয়া সাথে শিলাবৃষ্টি,
ফলভরা জষ্ঠি - আহা রে কি মিষ্টি।
আষাঢ়ের বারিধারা মনে আনে শান্তি,
শ্রাবণে পাকা ইলিশ, রসনার তৃপ্তি।
ভাদরের তাল আর সুনীল গগন,
আশ্বিনে ঢাক বাজে, মায়ের আগমণ।
পাকা ধান কার্তিকে সোনার বরণ,
পিঠে, পায়েস, নবান্ন - এল অগ্রহায়ণ।
খেজুরের রস খাই পৌষের ভোরে,
মাঘী ঠান্ডায় শুয়ে কাঁপি থরথরে।
ফাগুনে কোকিল ডাকে রেঙে ওঠে মন,
চৈত্রের হুতাশন পোড়ায় ত্রিভুবন।
বছর পূর্ণ করে আসে পয়লা বৈশাখ,
সকল ছোটরা পরে নতুন পোশাক।
সনের শুভারম্ভে চরণ নমি অগ্রজে,
শুভেচ্ছা জানাই বন্ধু-বান্ধব সবে।
"আগামী বৎসর হউক শুভ মনে ও প্রাণে
সবাই সুস্থ সবল রহ, প্রভুর কল্যাণে।
বাড়ুক জ্ঞানের ক্ষেত্র, প্রেমের সীমানা,
হাসি-খুশি থাকো সদা - এই কামনা।"