উভয়ে গুরু, উভয়ে ভক্ত,
বোঝা ভারী শক্ত;
কালী আর শিব দুইজনাতে
খাচ্ছে মাথা আস্ত।


শিবের মাথা, কালীর পায়ে,
চলছে খেলা জগৎ বয়ে,
কখনো হেডে, কখনো শটে -
গোল করছে রয়ে-সয়ে,
সেই খেলা ছেড়ে সবাই
আপন কর্মে ন্যস্ত।


কালীচরণ টিকিট কেটে
ঢুকলো মাঠে হেঁটে হেঁটে,
আনন্দ আর উত্তেজনায় -
হাততালিতে মাঠ ফাটে;
কেউ বিরক্ত কোরোনা তারে,
সে খেলা দেখতে ব্যস্ত।।