গাও জীবনের গান, ভোলামন
গাও জীবনের গান।
সত্য এবং ত্যাগের পথে
বাঁধো নতুন তান।


মানুষ জনম পেয়ে ভোলা
ভুলে গেলি পথ চলা,
(এখন) সন্ধ্যাবেলায় করো কেন
অশ্রুজলে চান!


ঝেড়ে ফেলে ধুলো-কাদা,
ওঠ না রে মন বোকা গাধা -
নয়ন মেলে দেখ রে এল
প্রেমনদীতে বান।


কালীচরণ যাচ্ছে পথে
একতারাটি লয়ে সাথে,
গাইছে আরো গাইবে কত
জীবনের জয়গান।।