দুখ দেরে মা জালা ভরে,
দুখেই তোকে মনে পড়ে,
আর সুখে ভুলে যাই রে।


দুখের মত কে আর আপন,
বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন,
করে কত রঙ্গ-ব্যঙ্গ,
দুখের সাথী নাই রে।


দুখ যদি হয় দুখের মতন,
মেলে কত মানিক রতন,
সে দুখেতেই কেঁদে কেঁদে -
চোখের জলে বুক ভাসাই রে।


সুখ চায় না কালীচরণ,
দুখের কালো করলো বরণ,
সেই কালোতে কালীর তরে -
প্রাণ খুলে গান গাই রে।।