ও মন, কার হাতে দিলি শাসনভার!
যে দেশে রাজা থাকেন বন্দী হয়ে,
সব ক্ষমতা দস্যু ছয়জনার।


সত্যযুগে ছিলেন রাজা,
সুখে ছিল সকল প্রজা,
স্বত্ত্বগুণে করে রাজ্যচালন,
সদা শান্তি ছিল অপার।


ক্রমে ক্রমে বিভেদ এল,
রজঃ, তমঃ মাথা চাড়াইল,
সেই বিগুণে সগুণ হয়ে, ছয়
দস্যু রাজায় করে প্রহার।


ক্রেতা, দ্বাপর গেল - কলি এল,
ও সেই রাজার দফা-রফা হল,
এখন ছয়জনাতে মুক্তহাতে -
করে কত অত্যাচার।


কালীচরণ বলে কালির নামে,
নিধন করো ছটায় - ডানে-বামে,
মুক্ত করি মায়ার শিকল -
নমো চরণ সেই রাজার।।