চোখের জল ফেল মা মুছে,
তোর উমা তো তোরই কাছে
বসিয়া রহিছে পাশে,
তবে কেন মিছিমিছি দুঃখ করিস তুই?


যদি কাঁদিস এমনভাবে,
বল দেখি কার ভালো লাগে,
এমনধারা করলে পরে,
চলে যাবো মুই।


লোকের মুখে নানা কথা,
শুনে তোমার মনোব্যথা,
ওসব সকল মিছে কথা -
আমি তোমায় কই।


তোমার মত জামাই মাগো,
পেয়েছি মোর অনেক ভাগ্য,
তারই নামে নিন্দেকথা -
শুনতে রাজি নই।


জানে না সে মোরে ভিন্ন,
হয়ে থাকে সদা অভিন্ন,
আবার আত্মভোলা এমনই যে -
গায়ে মাখে ছাই।


না খাওয়াইলে মাগো তাহার,
মোটেই জোটে না আহার,
সদা করে মোর রূপের বাহার -
বল দেখি মা, এমনধারা
পাগল স্বামী কই??