হটাৎ খুশির হওয়া
দেব তোমার প্রাণে,
সেই হাওয়াতে লাগুক নাচন
তোমার মনের কোণে।


বাজছে বাজন চারিধারে
হোলো উদাস তারই সুরে
তোমার মনোবীণা।


সেই উদাসী সুরের টানে
ছুটি আমি কার পানে
নিজেই জানিনা।


এদিক-সেদিক খুঁজে মরি
কোথাও তারে নাহি হেরি
ভেঙে যায় মন।


তুমিও কি আকুল হলে?
গেলে কিছুই না বলে?
এই কি তোমার পণ?


নীড় ছাড়া হলে পাখি
ব্যাকুল হয়ে খোঁজে সাথী,
ধড়াস ধড়াস বুক।


তুমি বিনা আমি কোথা
আমি বিনা তুমি যেথা,
বুঝে হয় চুপ।।