চিন্তা অতি বিষম ব্যাপার
বলি শোনো মন,
দেহমনকে দগ্ধ করে
চিন্তা অনুক্ষণ।


ময়াল সাপে যেমন করে
খাবার গিলে খায়,
চিন্তাও ঠিক তেমন করে
মায়াতে জড়ায়।


চিন্তাজালে ঘিরে যখন
পাইবি না মন দিশা,
ওরই ভিতর বাঁধা পড়ে
কাটবে দিবস-নিশা।


জেগে চিন্তা, ঘুমিয়ে চিন্তা,
চিন্তা যাবে কিসে?
পরম গুরুর চিন্তা করে
দেখ না রে মন বসে।


গুরুর চিন্তা পুড়িয়ে সকল
চিন্তা করে শেষ,
চিন্তামুক্ত হয়ে তখন
রইবি অনিমেষ।


অতীত, ভবিষ্যৎ ছেড়ে
দেখো বর্তমান,
কালীচরণ গেল বলে
করিয়া প্রণাম।।