নারায়ণের তিনাবস্থা,
বলি শোনো ভাই,
প্রথমে আর অন্তিমেতে
কোনো প্রভেদ নাই।


মাতৃজঠরে প্রথমকালে
অনন্তশয্যা রচে জলে,
নিজ-স্বরূপে থাকে মগ্ন,
বাহ্য হুঁশ নাই।


আদ্যা প্রকৃতি জ্যোতি হয়ে
ধারণ করেন রয়ে সয়ে,
সত্য, রজঃ, তমঃ গুণের
কোনো প্রবেশ নাই।


জন্ম ঘটে মধ্যমকালে
চঞ্চলা যোগমায়া বলে,
আপনি হারায় আপনারে -
দুঃখের শেষ নাই।


মত্ত থাকে অহংমদে
মন-বুদ্ধির ছলনাতে,
বাসনার এই ঘূর্ণিপাকে -
আসি আর যাই।


লক্ষ জনম পুণ্যফলে
যদি গুরুর দেখা মেলে,
হারায়ে ছিল যে ধন তোমার -
ফিরায়ে দিবে তাই।।