পুতুলখেলা দেখবি যদি,
আয়রে চলে আয়।


ভবের এ নাটমন্দিরে,
শ্যামা মার চরণ তীরে,
এ রঙ্গ দেখিবারে দুনয়ন ভেসে যায়।


কেন রে তোর মিছে করা,
ভোগ-বাসনার জড়া,
কুড়াতে কুড়াতে পাথর জীবন বহে যায়।


পাপ ও পুণ্যের খেলা
মায়ের স্নেহ আর অবহেলা,
মন তুই তাতেই বাঁধা, কালিচরণ বলে যায়।


কবে আর মেলবি নয়ন
কাটাবি সকল বন্ধন,
প্রেমসাগরে ডুব দিয়ে পরশপাথর মেলে হায়।।