আমি গুপ্তধন হারায়ে খুঁজি,
এদেশ-ওদেশ ঘুরে ফিরে
খুঁজে মরি গলি ঘুঁজি।


ক্লান্ত অবসন্ন হয়ে
মিছেই সময় চলে বয়ে,
সারবস্তু না চিনে ভাই
যাবো না, এই কথাটা বুঝি।


গুপ্তধনে ধনী বাবু
বর্ধমানে গেঁড়ে তাঁবু,
মেরে-ধরে বেঁধে মোরে
এক্কেবারে করলে কাবু।
এবার চিন্তাহরণ করে আমায়
গুপ্তধন চিনায় বুঝি??