জীবনের বীজটিরে
ঠাঁই দিলে ধরিত্রীরে,
মুকুলিত হল না তা -
মৃত্যু মুছে দিল তারে।


বুকে জমা ছিল আশা,
বিবশ মনে জমা ভাষা,
কি অধিকারে তুমি তারে -
নষ্ট কর একেবারে?


দোহাই তোমার পায়ে ধরি,
চল নাগো এপথ ছাড়ি,
প্রেম ভালোবাসার বারি -
সিক্ত করি বীজটিরে।


ক্রমে ক্রমে হবে মুকুল,
আরো পরে ফুটবে রে ফুল,
অহিংসা সুগন্ধে যে তার -
মাতিয়ে দেবে ধরিত্রীরে।


আপন-পর ভুলবো সবে,
মনে মনে গাঁথা হবে,
সুন্দর সেই মালাটিরে -
পরাবো তাঁর গলার পরে।।