এই যদি সত্যস্বরূপ,
মিথ্যাস্বরূপ হওয়া ভালো,
খাঁটি মিথ্যার খাঁটি শাস্তি,
ভেজাল সত্য ছুঁড়ে ফেলো।


এ জগতে দেখিনু ভাই
কালী বিনা শান্তি নাই,
নাই বা হল মোক্ষ পাওয়া -
চরম সত্য পথে চলো।


কালী যদি কভু বিগড়ায়,
ভীরু মনটা শুধুই ডরায়;
তখন কালীর নামে দিয়ে গালি
কালীচরণ ডুবে মোলো।।