এবারে হল গুরু চেনা,
যেমন আগুনে পুড়ে
নিখাদিত হয় সোনা।


গুরু খুঁজে মরি ঘুরে,
সে কখন চুপটি করে
ছিল মনের অন্তঃপুরে
হয় নাই জানা।


গুরু নিয়ে ঘর করি,
বলিতে ভাই লাজে মরি,
অহং ফেলে চরণ ধরি -
দুচোখে ভরে নীর-কণা।।