রিপুর বাঁধন কাটবি রে মন, ভাবিস কত
পারবি নে তুই বৃথা চেষ্টা করিস যত।


তুই অবলা ভোলাভালা,
নাই বাঁধা পড়ার জ্বালা,
সেই বিষের জ্বালায় জ্বলবি যবে
খসে পড়বে বাঁধন আপনা হত।


নিজেই নিজে জড়াস জালে,
বুঝবি রে তা কালে কালে,
ধরে গুরুচরণ, কালীচরণ -
ভুলেছে তার ভাবনা যত।।