জীবন পথে চলার পন্থা
বলি তোরে মন,
আপন ভিন্ন কারো কথা
শুনিস নি কখন।


যখন যেটা আসবে কাছে
করতে হবে সেটা,
পরিকল্পনা করতে গেলে
দুঃখ পাবে বেটা।


এ জগতে তোমার কর্ম
পূর্ব-নির্ধারিত,
তুমি একটা যন্ত্রমাত্র
রোবট এর মত।


মহান আদর্শ সামনে রেখে
এগিয়ে চল পথে,
সবার মাঝে নিজেরে চিনে
পূজা করার ব্রতে।


মাথায় ধরে গুরুচরণ
কালীচরণ যায়,
মহাসুখে থাকে সদা,
গুরুর গান গায়।।