দেহের সাথে মনের বাঁধন
মুক্ত করো স্বামী,
মুক্ত মনে জেগে ওঠো
ওগো অন্তর্যামী।


কর্ম করাও যোগীর বেশে
যোগী করো কর্মে,
ফলের আশা করো নির্মূল
দীক্ষা ত্যাগ ধর্মে;
ক্ষুদ্র, শূদ্র মাথায় করে
চলবো পথে আমি।


বিঘ্ন আমার সদাই যেন
থাকে চারিধারে,
জানি কিছুই রইবে না গো
তোমায় স্মরণ করে,
যুদ্ধ করি সারা জীবন -
এই বর দাও তুমি।।