যুদ্ধ করো, যুদ্ধ করো         যুদ্ধ করো বীর,
                         যুদ্ধ করো।
জ্ঞান-খড়্গ নিয়ে হাতে      কাটো রিপুর শির
                         যুদ্ধ করো।


পৃথিবীর রণক্ষেত্রে       আসিলে যুদ্ধ করতে
ঘুম ত্যাজিয়া একটিবার     সত্যপানে ফির,
                         যুদ্ধ করো।


ষড়রিপু শত্রু তোমার       তাদের তুমি করো সাবাড়,
তখন চঞ্চলতা ঘুচে গিয়ে     মনটা হবে স্থির,
                         যুদ্ধ করো।


কালীচরণ দৃঢ়পদে        যুদ্ধ করে রণমদে
ছয়জনারে করে নিধন    চালিয়ে জপের তীর,
                         যুদ্ধ করো।।