তোমারই ওই চরণতলে
রইব পড়ে সকল পলে
ধূলার পরে।


তোমারই নাম স্মরণ করে
করবো সকল কাজ,
ধূলার মুকুট মাথায় পরে
সাজবো নবীন সাজ।
নতুন সাজে নতুন কাজে
রইব পড়ে।


যাক না চলে মন্দ-ভালো
সকল পরিচয়,
তোমার আমি, আমার তুমি,
এ ছাড়া না হয়।
নিজেরে নিজেই দিব তোমায়
উজাড় করে।।