ভুলাও অতীত চিরতরে -
ভবিষ্যতের মধুর স্বপন
আর চাহি না গাঁথিবারে;
ঝাঁপ দিব রে, ঝাঁপ দিব এই -
বর্তমানের যজ্ঞ পরে।
কর্ম শুধু কর্ম করি সকল
মলিনতা যাইবে দূরে।


মনের মাঝে দিও গো স্থান
তোমার পরম আদর্শেরে,
গভীর সাধন নিষ্ঠাভরে
দূর করে দিক সংস্কারে,
সবার সাথে সবার মাঝে
গাহিব গান প্রেমের সুরে।


ক্ষুদ্র বলে কোনোকিছুই
চাহি না আর দেখিবারে,
হৃদয় আমার বৃহৎ হবে
তোমারি ওই পরশেরে,
ছোট ছোট কর্ম দ্বারা
দিব ভুবন আলোয় ভরে।।