ভজ দেবানন্দ                         রও সদানন্দ
                  গাও গুনানন্দের গান রে,
যে জন                                   দেবানন্দ ভজে
                 সে জন হয় মোর প্রাণ রে।


কত বাধা রাশি রাশি         সকলই পড়িবে খসি
                যদি তাঁর মুখপানে চাও রে,
সুনীল মনোরম                      তাঁহার দুনয়ন
                 লাবণ্য খসি খসি পড়ে রে।


কোথা হতে আসিলাম             কি কর্ম করিলাম
                 কোথা যাবো ভেসে চলে ভাই রে,
কে মোর পিতা-মাতা             জায়া, পুত্র, দুহিতা,
                  শেষবেলা একা একা যাই রে।


এই ভব নদী কূলে         জপ নাওয়া খাওয়া ভুলে
                 চাহিয়া দেখো রে ঢেউ নাই রে,
ধরিয়া শ্রী গুরুচরণ             করিয়া তাহার পূজন
                সেই খেয়া চড়ে পার হও রে।


শঙ্খ, কাঁসর লয়ে               মাতাগণে উলু দিয়ে
                  ধুপ-ধুনা করে আরতি রে,
খাড়াইয়া করজোড়ে             প্রণাম কর তাহারে
                'জয় গুরু, জয় গুরু' বল রে।।