মা তোমারে পূজিব কেমনে,
মন্ত্র-তন্ত্র ভুলে যাই খালি,
কাঁদি একেলা ঘরের কোণে।


তোমা বিনা শুধু আঁখিজল
এই আছে অধমের সম্বল,
অশ্রু মুকুতায় গাঁথিব মালা
পড়িয়া রহিব পদ-পানে।


তোমার মন্ত্র তুমি ছাড়া মা,
কে আর মোরে দিবে বলি,
শিখিয়ে-পড়িয়ে নাও গো মোরে -
নিজেরেই দিব অঞ্জলি।


রাতের বেলা চুপি চুপি
বলে দিও মোর কানে কানে,
মহাবিশ্বের মধুর ছন্দ
ছড়িয়ে দিও প্রাণে-মনে।।