আমি শূন্য, তুমি শূন্য,
শূন্য চারিধার,
শূন্যে হাসি, শূন্যে ভাসি,
শূন্যে দিই সাঁতার।


গাড়ি শূন্য, বাড়ি শূন্য,
শূন্য সকলই,
অজপা জপ জপার কালে
দেখি কেবলই।
সেই শূন্যে মিশে যাবো -
বাসনা আমার,
শূন্যে হাসি, শূন্যে ভাসি,
শূন্যে দিই সাঁতার।


কালীচরণ কালী ভেবে
শূন্য ধরিল,
শূন্য মায়ের শূন্য রূপে
মন ভরিল।
শূন্য হয়ে শূন্য পানে
হারালো আবার,
শূন্যে হাসি, শূন্যে ভাসি,
শূন্যে দিই সাঁতার।।