ধর্ম আমার মানবতা, তাতে লোকে বলুক নাস্তিক।
ধর্ম নিয়ে আঘাত করে, তারাই কি বড় আস্তিক?


ধর্ম মানে ধারন করা হ্রদয় দিয়ে প্রাণে,
ভয়ের কোনো জায়গাই নেই সেখানে।


ধর্ম যেথাই যুদ্ধ শেখাই, মানবতার অপমান,
একবিংশ শতাব্দীতে কি চলে মধ্যযুগের ফরমান?


যুদ্ধ শুধু বিনাশ আনে, শেখাই হানাহানি,
দুর্ভিক্ষ , বন্যা আর অশিক্ষার হাতছানি।


দুমুঠো অন্ন যেথাই, জোটাই মুখের পরে,
সেই ধর্মে বিশ্বাস রাখি, মানবতার স্বরে।


প্রেম দিয়ে যায় জগত জেতা, ঘৃনা দিয়ে নয়,
তা না হলে শ্রেষ্ঠ হত, হিটলারের পরিচয়।


একই সাথে চলছে সমান, হিন্দু-মুসলমান
মন্দিরের ঘন্টা, মসজীদের আজান গাইছে যেন, মানবতার জয় গান।


-তাং ১১/৪/১৭ (মঙ্গলবার)