অস্বীকার করতে পারি, পূর্বজের জন্মভূমি?
অস্বীকার করতে পারি,পরাধীনতা আর গোলামী?
আজ বুক ফুলিয়ে তিনটি দেশ, রাষ্ট্রীয় সংগীত গায়,
ভূলে গেছি বলিদান, তাঁদের রক্তের আঙ্গিনায়।
নিজের ভূলে না করে বিচার, দেশ ভাঙ্গতে চাই,
তিন টুকরো হয়েছে,তাতেও মেটেনি কি আশ ভাই?
ছোট বেলায় শিখেছিলাম ঐকেই শক্তি,
ধ্র্ম-ভাষা নিয়ে দেশভাগে কি হয়েছে বিদ্বেশ মুক্তি?
এই ভাগের নেই কোন শেষ, এটা একটা নেশা,
কুচক্রি আছে কিছু , এটাই তাদের পেশা।


কবিতার ভাষাই এটাই শুধু বলে যেতে চাই,


মিলিব মিলাব, অন্যায়ে রুখেও দাড়াব,
কিন্তু না ভাঙ্গি আপন ঘর,
গনতান্ত্রিক আলোচনায় আসিবে সমাধান-সুত্র
নিরন্তর  নিরন্তর  নিরন্তর !!!