বাংলা-কবিতা ডট কম,
সুখের সাথী, দু:খের দু:খী এ এমনি যৌথ পরিবার,
যেখানে নেই অশান্তি,নেই কলাহল, শুধু প্রেমে একাকার।
যেথা স্বপ্ন যেন আকাশ চিড়ে রামধনু রং করে,
কবিদের মন মাঝারে কত জলতরঙ্গ সুর ধরে।
শব্দ যতই কড়া হোক,কবিদের থাকে শিষ্টাচার,
দ্রোহের যতই প্রকাশ থাকুক, থাকে না শব্দের বিকার।
এডমিন সদা জাগ্রত, যেন অতন্দ্র প্রহরী,
ওনাদের প্রচেষ্টাকে সর্বদা উচ্চ করি।
এযেন মোদের সাধের আসর, কবিতা হয় সৃষ্টি,
শুধি কবিদের মুখের ভাষা সুমধুর ও মিষ্টি।
শত বাধা শত বিপত্তিতেও বেঁচে থাকা যায়,
বাংলা-কবিতা ডট কম ছাড়া নেই কোন উপায়,
এযেন মধুর নেশা যার নেই কোন শেষ,
কবিতা পড়া,কবিতা লেখা, আলোচনাও লাগে বেশ।
আমি অতি ক্ষুদ্র কবি,আছেন অনেক গুনীজন,
ভুল ত্রুটি থাকলে পরে, ক্ষমা প্রয়োজন।
একটি কথা যাবার বেলায় বলে যেতে চাই,
দু:খ নিবারনে কবিতা লেখার জুড়ি আর নাই।