এক অপূর্ব অনূভুতির আবেশে বসে আছি স্বর্নিল সকাল,
সবুজের ছায়ায়, পাহাড়ের কোলে হে ভীমতাল।
চির শান্ত,কোলাহল থেকে বহুদুর এক অদ্ভুত উপত্যকা।
চারিদিক পাহাড় ঘেরা মাঝে সুপ্রাচীন জ্লরাশির নীহারিকা।
স্বচ্ছ জলরাশি  যেন জানায়ে মুক্তির প্রেরনা,
পাহাড় শৃঙ্ঘে সারি   সারি বৃক্ষমেলা যেন প্রকৃতির গহনা।
মোহিত করেছে প্রকৃতি মোনোরম পরিবেশে,
সুহীদ মোরে,আবিষ্ট আজি জোছ্না ভরে।


-তাং ১৫/৫/১৭(সোমবার)