বিকাশ মানে ভোটের আগে শুধুই প্রতিশুতি,
প্রতিশুতির বহরে, ডিমও পাড়ে হাতি।


র্ধমের নামে মিছিল করা সেটাও নাকি বিকাশ,
বিকাশের নামে হয়  শুধুই  র্সব্নাশ।


র্ধমোন্মাদ করে যদি দেশ শাসন,
বিকাশ করে না কিছু, শুধুই ভাসন।


প্রতিশুতি আকাশ ছোঁয়া, প্রত্যয়ের অভাব,
মনেতে কলুষতা আর চুরির স্বভাব।


প্রতিবাদী সুর সব করে দিয়ে ভোঁতা,
বিদগ্ধজনেরাও করে ক্ষমতার তঙ্চকতা।


মাফ নাহি চায় ঋন, দাও প্রাপ্যতা,
বিকাশ করার আছে মোদেরও যোগ্যতা।


-তাং ৮/৪/১৭ (শনিবার)