"ডাউন নীলগীরী এক্সপ্রেস, আর কিছুক্ষনের মধ্যে..."
অনবরত, আবিশ্রান্ত বেজে চলেছে,
বৃষ্টি  থামছে মাঝে-মধ্যে
প্লাটফ্রম নাম্বার ৪-এ দাড়িয়ে আমি, কিন্তু সময় চলছে।


বয়সের কাছে হার মেনে, এখন দৃষ্টি হয়েছে ক্ষীন,
ওপারের প্লাটফ্রমো ঠিক স্প্ষ্ট নয়,
৩০ ব্ছর পার হয়ে গেলো, সব স্মৃতি মলীন,
মনে পরে যায়, "নীলা"ও তোমার ভয়।
"এ দেখল-ও দেখছে" লজ্জায় রাঙা হয়ে,তুমি যখন বলতে, রাগ হতো,
আজ দেখো নবীনেরা কত সত্স্ফুর্ত।


কিন্তু আজো,মনে পড়ে সেই,
লজ্জা মেসানো হাসি,
কিছু নয় মেকি,
সাদা-মাটা সাজ,
ছোট্ট টিপ,বিনুনীর ভাঁজ।
তুমি আমাতে ছিলে চকিত,
আমি শুধু চেয়েছিলাম বিস্ফারিত নয়নে।


"ডাউন নীলগীরী এক্সপ্রেস" এল ও চলেও গেল।


-তাং ১৮/০৪/১৭ (মঙ্গলবার)