বীরাঙ্গনা নারী তুমি,
বাঁচিয়ে চলেছো দেশকে দশকে,
যুগে যুগে, কুপমন্ডুকতা থেকে।
সমাজ চেনে তোমায় গার্গী,মৈত্রী,
মালালা ও লক্ষীবাই রূপে।


সেযুগের বীরাঙ্গনা বা এযুগের নেত্রী,
বিরোধিতাকে পরোয়া না করে
এগিয়ে যাও রাষ্ট্র নির্মানে।
ভালমন্দ সময় বলে।
দেশকে বাচাও তুমি মৌলবাদ থেকে।