সে ভেবেছিল পাল্টে দেবে সব কিছু খারাপ লাগে যা তার,
সে ভেবেছিল গড়বে নিজের মত করে সংসার,
বিবেক দংশী কথায় পুড়িয়ে করবে খাটি সোনা যে,
সে ভুল বুঝেছিল, পুড়ল তারই হাত, কষ্ট পেল সে।


ভুল বুঝল যেদিন, অপমানিত হল অনেক নিজের কাছেই,
ভাবল সবই চলার ভুল, মহাভুল,শুধরালো নিজেকে,পাল্টল নিজেকেই।
তবুও বিপদ এলো,
সব ছাড়খাড় হয়ে গেল,


কেন?


সে বদলেছিল  তাই নাকি সবই ভবিতব্য।


নাকি প্রশ্ন ছিল মনে,


সে কি ভাল হতে পারে?