তুলনা করিওনা তুলনায় কি লাভ?
তুলনা করা কি  তোমাদের স্বভাব?


আমাদের মত দেশে কি করি ভাই,
তাছাড়া যে আর নায় কোন উপায়।


চাহিদা বনাম জোগানে বৈসম্যে সায়,
ডারউইন আসিবে যতই দাও দোহাই।


সীমাহীন বংশবৃদ্ধি সমাজের ঝড়,
জনবিস্ফোরণ অবশ্যম্ভাবী উদাহরণ ডাইনোসর।


যতই সংরক্ষনের কবজ পড়াও,
সচেতনতা না বাড়িলে দূর্বল হবে উধাও।


অন্যসব চিন্তাছেড়ে বিজ্ঞানমনস্ক হই,
সংযমী আর সচেতনতায় কোন বাধা নাই।


একবিতার  প্রয়াস শুধুই সমাজ সচেতনতার,
বির্তকের যুগে  অগ্রে  খন্ডাই অন্য বিচার।