অভিযোগ করে কি লাভ? বলে দায়সারি,
আসলে অভিযোগ করা থেকে ডরি।


অভিযোগ করলে ভাবি ভুগতে হবে ঝড়,
তাইতো পার পেয়ে যায় অনেক পামর।


অভিযোগ করতে গেলে লাগে পার্টির সাপোর্ট,
তা না হলে উল্টো অভিযোগের হয় রিপোর্ট।


আজ সমাজ নিয়ে খেলছে কিছু লোক,
আইনের ফাঁকে বিদগ্ধজনের শোক।


আজ এই জন্য শোধরায়নি সমাজ আমাদের,
অনেক সময় ছাড় পায় পামর দোহাই মানবোধিকারের।


সমাজ শোধরানোর বোধ হয় একটাই উপায়,
হতে হবে, একতার মূলমন্ত্রে অন্যয়ের বিরুদ্ধে সিপাই।